প্রিয় ছাত্রছাত্রীরা,
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস : ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র [চতুর্থ অধ্যায়] গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরসহ আলোচনা নিয়ে এসেছি। আমরা এই অধ্যায় থেকে কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরনিয়ে এসেছি। এই অধ্যায়ে আমরা শুধুমাত্র অষ্টম শ্রেণীর ইতিহাস : ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র [চতুর্থ অধ্যায়] গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করব। বাকি অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর এর লিঙ্ক তোমরা এই আর্টিকেলের শেষে পেয়ে যাবে। আসুন তাহলে শুরু করা যাক! ঔপনিবেশিক ভারতে টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ ,
অষ্টম শ্রেণীর ইতিহাস : ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র [চতুর্থ অধ্যায়] | WBBSE Class 8th History
1. ভারতে নীল চাষের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল-
[A] দক্ষিণাঞ্চল
[B] উত্তরাল
[C] পূর্বাঞ্চল
[D] পশ্চিমাঞ্চল
উত্তর:- [C] পূর্বাঞ্চল
2. নবাবি আমলে জমিদারদের থেকে রাজস্ব আদায় করতেন-
[A] প্রজা
[B] ব্রিটিশ কোম্পানি
[C] নবাব
[D] কৃষক
উত্তর:- [C] নবাব
3. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় –
[A] ১৭৮৪ খ্রিস্টাব্দে
[B] ১৭৯৩ খ্রিস্টাব্দে
[C] ১৭৭০ খ্রিস্টাব্দে
[D] ১৭৭২ খ্রিস্টাব্দে
উত্তর:- [B] ১৭৯৩ খ্রিস্টাব্দে
4. বোম্বাইতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা স্থাপিত হয়-
[A] ১৮১৩ খ্রিস্টাব্দে
[B] ১৮৫৩ খ্রিস্টাব্দে
[C] ১৮৫৫ খ্রিস্টাব্দে
[D] ১৮৬৯ খ্রিস্টাব্দে
উত্তর:- [B] ১৮৫৩ খ্রিস্টাব্দে
5. ‘সূর্যাস্ত আইন’ যুক্ত ছিল-
[A] মহলওয়ারি বন্দোবস্তে
[B] রায়তওয়ারি বন্দোবস্তে
[C] চিরস্থায়ী বন্দোবস্তে
[D] ভাইয়াচারি বন্দোবস্তে
উত্তর:- [C] চিরস্থায়ী বন্দোবস্তে
6. নবাবি আমলে জমিদারদের থেকে রাজস্ব আদায় করতেন-
[A] প্রজা
[B] ব্রিটিশ কোম্পানি
[C] নবাব
[D] কৃষক
উত্তর:- [C] নবাব
7. ‘দাদন’ বলতে বোঝায়-
[A] অগ্রিম অর্থ
[B] আবওয়াব
[C] বেগার শ্রম
[D] কনোটাও নয়
উত্তর:- [A] অগ্রিম অর্থ
8. ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল-
[A] বিমানপথ
[B] রেলপথ
[C] নদীপথ
[D] সমুদ্রপথ
উত্তর:- [B] রেলপথ
9. কোন ব্যবস্থার ফলে জমিদারদের জমির ওপর স্থায়ী অধিকার জন্মাত?
[A] রায়তওয়ারি বন্দোবস্ত
[B] মহলওয়ারি ব্যবস্থা
[C] দশসালা ব্যবস্থা
[D] চিরস্থায়ী বন্দোবস্ত
উত্তর:- [D] চিরস্থায়ী বন্দোবস্ত
10. কোন ভূমি ব্যবস্থায় কৃষকেরা সরাসরি ঔপনিবেশিক রাষ্ট্রের অধীনে ছিলেন?
[A] দশসালা ব্যবস্থা
[B] রায়তওয়ারি
[C] ব্যবস্থা
[D] চিরস্থায়ী বন্দোবস্ত মহলওয়ারি ব্যবস্থা
উত্তর:- [B] রায়তওয়ারি
11. কাচামাল রফতানির ক্ষেত্রে অন্যতম প্রধান দ্রব্য ছিল-
[A] চিনি
[B] কাঁচা সুতো
[C] চা
[D] নীল
উত্তর:- [B] কাঁচা সুতো
12. ‘মহলওয়ারি বন্দোবস্ত’ চালু হয়েছিল –
[A] বাংলায়
[B] উত্তর ভারতে
[C] দক্ষিণ ভারতে
[D] কনোটাও নয়
উত্তর:- [B] উত্তর ভারতে
13. চিরস্থায়ী বন্দোবস্ত-
[A] কৃষকের জমির ওপর দখলিস্বত্ব ছিল
[B] কৃষকের স্বত্বকে খারিজ করে প্রজায় পরিণত করা হয়েছিল
[C] কৃষকের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হত
[D] B এবং C উভয়ই সঠিক
উত্তর:- [B] কৃষকের স্বত্বকে খারিজ করে প্রজায় পরিণত করা হয়েছিল
14. ‘দাদন’ বলতে বোঝায়-
[A] অগ্রিম অর্থ
[B] আবওয়াব
[C] বেগার শ্রম
[D] কনোটাও নয়
উত্তর:- [A] অগ্রিম অর্থ
15. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় –
[A] ১৭৮৪ খ্রিস্টাব্দে
[B] ১৭৯৩ খ্রিস্টাব্দে
[C] ১৭৭০ খ্রিস্টাব্দে
[D] ১৭৭২ খ্রিস্টাব্দে
উত্তর:- [B] ১৭৯৩ খ্রিস্টাব্দে
16. ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল-
[A] বিমানপথ
[B] রেলপথ
[C] নদীপথ
[D] সমুদ্রপথ
উত্তর:- [B] রেলপথ
17. কোন ব্যবস্থায় কৃষকদের ‘রায়ত’ বলে জানা যেত?
[A] রায়তওয়ারি বন্দোবস্ত
[B] চিরস্থায়ী বন্দোবস্ত
[C] দশসালা ব্যবস্থা
[D] মহলওয়ারি ব্যবস্থা
উত্তর:- [A] রায়তওয়ারি বন্দোবস্ত
18. ভারতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়-
[A] বোম্বাইতে
[B] আমেদাবাদে
[C] কলকাতায়
[D] পুনায়
উত্তর:- [A] বোম্বাইতে
19. কৃষিসংকট কোন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলে?
[A] কুটির শিল্প
[B] চা শিল্প
[C] কৃষিজ শিল্প
[A] বোম্বাইতে
উত্তর:- [A] বোম্বাইতে
20. ‘সূর্যাস্ত আইন’ যুক্ত ছিল-
[A] মহলওয়ারি বন্দোবস্তে
[B] রায়তওয়ারি বন্দোবস্তে
[C] চিরস্থায়ী বন্দোবস্তে
[D] ভাইয়াচারি বন্দোবস্তে
উত্তর:- [C] চিরস্থায়ী বন্দোবস্তে
21. কৃষক জমি হারিয়ে ভাগচাষি বা বর্গাদারে পরিণত হয় কোন্ অঞলে?
[A] বাংলায়
[B] বোম্বাইতে
[C] মাদ্রাজে
[D] মধ্যপ্রদেশে
উত্তর:- [A] বাংলায়
22. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল-
[A] বোম্বাইতে
[B] মাদ্রাজে
[C] বাংলায়
[D] পাঞ্জাব প্রদেশে
উত্তর:- [C] বাংলায়
23. ‘দাদন’ বলতে বোঝায়-
[A] অগ্রিম অর্থ
[B] আবওয়াব
[C] বেগার শ্রম
[D] কনোটাও নয়
উত্তর:- [A] অগ্রিম অর্থ
24. চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন
[A] হেস্টিংস
[B] কর্নওয়ালিশ
[C] ডালহৌসি
[D] কনোটাও নয়
উত্তর:- [B] কর্নওয়ালিশ
25. কোন ব্যবস্থার ফলে জমিদারদের জমির ওপর স্থায়ী অধিকার জন্মাত?
[A] রায়তওয়ারি বন্দোবস্ত
[B] মহলওয়ারি ব্যবস্থা
[C] দশসালা ব্যবস্থা
[D] চিরস্থায়ী বন্দোবস্ত
উত্তর:- [D] চিরস্থায়ী বন্দোবস্ত
26. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় –
[A] ১৭৮৪ খ্রিস্টাব্দে
[B] ১৭৯৩ খ্রিস্টাব্দে
[C] ১৭৭০ খ্রিস্টাব্দে
[D] ১৭৭২ খ্রিস্টাব্দে
উত্তর:- [B] ১৭৯৩ খ্রিস্টাব্দে
27. দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে-
[A] সম্পদের বহির্গমন
[B] অবশিল্পায়ন
[C] বর্গাদারি ব্যবস্থা
[D] কনোটাও নয়
উত্তর:- [A] সম্পদের বহির্গমন
28. প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়—
[A] মাদ্রাজে
[B] কলকাতায়
[C] বোম্বাইয়ে
[D] রিষড়ায়
উত্তর:- [C] বোম্বাইয়ে
29. প্রথম পাটের কারখানা চালু হয়—
[A] রিষড়ায়
[B] বাউড়িয়ায়
[C] কলকাতায়
[D] বোম্বাইয়ে
উত্তর:- [A] রিষড়ায়
30. ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল—
[A] বিমানপথ
[B] রেলপথ
[C] সমুদ্রপথ
[D] নদীপথ
উত্তর:-[B] রেলপথ
31. ভারতের প্রথম রেলপথ চালু হয়—
[A] ১৮৫২ খ্রিস্টাব্দে
[B] ১৮৫৪ খ্রিস্টাব্দে
[C] ১৮৫৫ খ্রিস্টাব্দে
[D] ১৮৫৩ খ্রিস্টাব্দে
উত্তর:-[D] ১৮৫৩ খ্রিস্টাব্দে
32. ১৯০৫ খ্রিস্টাব্দের মধ্যে ভারতে রেলপথ বসানোর জন্য ব্রিটিশ প্রশাসন খরচ করেছিল প্রায় —
[A] ৩৬০ কোটি টাকা
[B] ৩৭০ কোটি টাকা
[C] ৩৮০ কোটি টাকা
[D] ৩৯০ কোটি টাকা
উত্তর:- [A] ৩৬০ কোটি টাকা
33. ভারতে ‘টেলিগ্রাফ ব্যবস্থা’ চালু হয়—
[A] ১৮৫১ খ্রিস্টাব্দে
[B] ১৮৫২ খ্রিস্টাব্দে
[C] ১৮৫৩ খ্রিস্টাব্দে
[D] ১৮৫৪ খ্রিস্টাব্দে
উত্তর:- [A] ১৮৫১ খ্রিস্টাব্দে
34. ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিকাশ হয়—
[A] ১৮৭০ খ্রিস্টাব্দে
[B] ১৮৬৯ খ্রিস্টাব্দে
[C] ১৮৭১ খ্রিস্টাব্দে
[D] ১৮৭২ খ্রিস্টাব্দে
উত্তর:- [A] ১৮৭০ খ্রিস্টাব্দে
35. দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলা হয়—-
[A] সম্পদের বহির্গমন
[B] অবশিল্পায়ন
[C] কৃষির বাণিজ্যিকীকরণ
[D] বর্গাদারি ব্যবস্থা
উত্তর:- [A] সম্পদের বহির্গমন
36. বাংলায় ভয়ংকর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল–
[A] ১৭৬৯-১৭৭০ খ্রিস্টাব্দে
[B] ১৭৭০-১৭৭১ খ্রিস্টাব্দে
[C]১৭৭১-১৭৭২ খ্রিস্টাব্দে
[D]১৭৭২-১৭৭৩ খ্রিস্টাব্দে
উত্তর:-[A] ১৭৬৯-১৭৭০ খ্রিস্টাব্দে
37. ১৭৭২ খ্রিস্টাব্দে কোম্পানি ‘ইজারাদারি’ ব্যবস্থা চালু করে–
[A] অধিকার প্রতিষ্ঠার জন্য
[B] রাজস্ব আদায়ের জন্য
[C] জমিদারি দখল করার জন্য
[D] মালিকানা প্রতিষ্ঠার জন্য
উত্তর:- [B] রাজস্ব আদায়ের জন্য
38. ১৭৯৩ খ্রিস্টাব্দে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে-ব্যব চালু হয়, তা হল–
[A] ইজারাদারি ব্যবস্থা
[B]রায়তওয়ারি ব্যবস্থা
[C] পাঁচসালা বন্দোবস্ত
[D] চিরস্থায়ী বন্দোবস্ত
উত্তর:-[D] চিরস্থায়ী বন্দোবস্ত
39. চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন—-
[A] লর্ড ওয়েলেসলি
[B] লর্ড কর্নওয়ালিস
[C] লর্ড বেন্টিঙ্ক
[D] লর্ড নর্থব্রুক
উত্তর:-[B] লর্ড কর্নওয়ালিস
40. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল—
[A] বোম্বাই প্রদেশে
[B] মাদ্রাজ প্রদেশে
[C] বাংলা প্রদেশে
[D] পাঞ্জাব প্রদেশে
উত্তর:- [C] বাংলা প্রদেশে
41. ‘সূর্যাস্ত আইন’ হল নির্দিষ্ট দিনে কোম্পানিকে —
[A] রাজস্ব মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া
[B] রাজস্ব না মেটানোর প্রকিয়া
[C] রাজস্ব ছাড়ের প্রক্রিয়া
[D] বাড়তি রাজস্ব দেওয়ার প্রক্রিয়া
উত্তর:-[A] রাজস্ব মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া
42. ‘রায়তওয়ারি বন্দোবস্ত করা হয়—
[A] রায়ত বা চাষির সঙ্গে
[B] জমির মালিকের সঙ্গে
[C] প্রশাসনের সঙ্গো
[D] জমিদারের সঙ্গে
উত্তর:-[A] রায়ত বা চাষির সঙ্গে
43. রায়তওয়ারি বন্দোবস্ত প্রচলিত হয়—
[A ]বাংলায়
[B] দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম ভারতে
[C] বিহারে
[D] উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে
উত্তর:-[B] দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম ভারতে
44. মহল’ কথাটির অর্থ হল–
[A] জমির সমষ্টি
[B]মহলের সমষ্টি
[C] বন্দোবস্তের বিষয়
[D] গ্রামের সমষ্টি
উত্তর:-[D] গ্রামের সমষ্টি
45. ‘মহলওয়ারি বন্দোবস্তু’ চালু হয়েছিল—
[A] উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে
[B] পূর্ব ভারতে
[C] দক্ষিণ ও দক্ষিণ ভারতে
[D] পশ্চিম ভারতে
উত্তর:-[A] উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে
46. ঔপনিবেশিক ভারতীয় অর্থনীতির প্রধান দিক হল–
[A] কৃষি
[B] বাণিজ্য
[C] কারিগরি শিল্প
[D] কৃষির বাণিজ্যিকীকরণ
উত্তর:-[D] কৃষির বাণিজ্যিকীকরণ
47. নীলবিদ্রোহ হয়েছিল—-
[A] পশ্চিম ভারতে
[B] দক্ষিণ ভারতে
[C] পূর্ব ভারতে
[D] উত্তর ভারতে
উত্তর:- [C] পূর্ব ভারতে
48. বিষ্ণুচরণ বিশ্বাস ছিলেন—–
[A] মহাবিদ্রোহের নেতা
[B] নীল বিদ্রোহের নেতা
[C] সিপাহি বিদ্রোহের নেতা
[D] উপজাতি বিদ্রোহের নেতা
উত্তর:-[B] নীল বিদ্রোহের নেতা
49. বাংলার বহু কৃষক জমি হারিয়ে পরিণত হয়—
[A] জমির মালিকে
[B] ভাগ চাষিতে
[C] চাষীতে
[D] শ্রমিকে
উত্তর:- [B] ভাগ চাষিতে
50. দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল—-
[A] ১৭৭৫ খ্রিস্টাব্দে
[B] ১৯৭৫ খ্রিস্টাব্দে
[C] ১৮৭৫ খ্রিস্টাব্দে
[D] ১৯০৫ খ্রিস্টাব্দে
উত্তর:- [C] ১৮৭৫ খ্রিস্টাব্দে
51. অবশিল্পায়নের ফলে—
[A] ভারতীয় বাণিজ্যের অবনতি ঘটে
[B] ভারতীয় শিল্পের অবনতি ঘটে
[C] ভারতীয় প্রশাসনে দুর্নীতি দেখা দেয়
[D] ভারতীয় অর্থনীতি দুর্বল হয়ে পড়ে
উত্তর:- [B] ভারতীয় শিল্পের অবনতি ঘটে
52. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় –
[A] ১৭৮৪ খ্রিস্টাব্দে
[B] ১৭৯৩ খ্রিস্টাব্দে
[C] ১৭৭০ খ্রিস্টাব্দে
[D] ১৭৭২ খ্রিস্টাব্দে
উত্তর:- [B] ১৭৯৩ খ্রিস্টাব্দে
53. বোম্বাইতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা স্থাপিত হয়-
[A] ১৮১৩ খ্রিস্টাব্দে
[B] ১৮৫৩ খ্রিস্টাব্দে
[C] ১৮৫৫ খ্রিস্টাব্দে
[D] ১৮৬৯ খ্রিস্টাব্দে
উত্তর:- [B] ১৮৫৩ খ্রিস্টাব্দে
54. কোন্ ব্যবস্থার ফলে কোম্পানির কর্মচারীরা নিজেদের ইচ্ছামতো করের পরিমাণ নির্ধারণ করতে পারতেন না?
[A] চিরস্থায়ী বন্দোবস্তের ফলে
[B] রায়তওয়ারি বন্দোবস্তের ফলে
[C] মহলওয়ারি ব্যবস্থার ফলে
[D] দশসালা ব্যবস্থার ফলে
উত্তর:- [A] চিরস্থায়ী বন্দোবস্তের ফলে
55. ‘সূর্যাস্ত আইন’ যুক্ত ছিল-
[A] মহলওয়ারি বন্দোবস্তে
[B] রায়তওয়ারি বন্দোবস্তে
[C] চিরস্থায়ী বন্দোবস্তে
[D] ভাইয়াচারি বন্দোবস্তে
উত্তর:- [C] চিরস্থায়ী বন্দোবস্তে
56. ভারতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়-
[A] বোম্বাইতে
[B] আমেদাবাদে
[C] কলকাতায়
[D] পুনায়
উত্তর:- [A] বোম্বাইতে
57. ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিকাশ হয়-
[A] ১৮৫৩ খ্রিস্টাব্দে
[B] ১৮৫২ খ্রিস্টাব্দে
[C] ১৮৭০ খ্রিস্টাব্দে
[D] ১৮৭৩ খ্রিস্টাব্দে
উত্তর:- [C] ১৮৭০ খ্রিস্টাব্দে
58. ‘দাদন’ বলতে বোঝায়-
[A] অগ্রিম অর্থ
[B] আবওয়াব
[C] বেগার শ্রম
[D] কনোটাও নয়
উত্তর:- [A] অগ্রিম অর্থ
59. চিরস্থায়ী বন্দোবস্ত-
[A] কৃষকের জমির ওপর দখলিস্বত্ব ছিল
[B] কৃষকের স্বত্বকে খারিজ করে প্রজায় পরিণত করা হয়েছিল
[C] কৃষকের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হত
[D] B এবং C উভয়ই সঠিক
উত্তর:- [B] কৃষকের স্বত্বকে খারিজ করে প্রজায় পরিণত করা হয়েছিল
60. কোন্ ব্যবস্থার ফলে কোম্পানির কর্মচারীরা নিজেদের ইচ্ছামতো করের পরিমাণ নির্ধারণ করতে পারতেন না?
[A] চিরস্থায়ী বন্দোবস্তের ফলে
[B] রায়তওয়ারি বন্দোবস্তের ফলে
[C] মহলওয়ারি ব্যবস্থার ফলে
[D] দশসালা ব্যবস্থার ফলে
উত্তর:- [A] চিরস্থায়ী বন্দোবস্তের ফলে
61. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল-
[A] বোম্বাইতে
[B] মাদ্রাজে
[C] বাংলায়
[D] পাঞ্জাব প্রদেশে
উত্তর:- [C] বাংলায়
62. কৃষির সংকটের ফলে কোম্পানির রেশম ও কোন জিনিসের রফতানিতে ভাটা পড়েছিল?
[A] কার্পাস
[B] চা
[C] নীল
[D] তুলো
উত্তর:- [A] কার্পাস
63. ১৮৮৫ খ্রিস্টাব্দে কৃষকদরদি ‘Tenancy Act’-এ বলা হয়-
[A] ঋণশোধহীন কৃষকদের গ্রেফতার করা যাবে না
[B] গ্রামসভা মারফত কৃষক ও সাহুকারদের বিবাদ মিটিয়ে ফেলা হবে
[C] আদালতের পরোয়ানা ছাড়া কোনো রায়তকে জমি থেকে উচ্ছেদ করা যাবে না
[D] নীলচাষিদের রাজস্ব মুকুব করে দেওয়া হবে
উত্তর:- [C] আদালতের পরোয়ানা ছাড়া কোনো রায়তকে জমি থেকে উচ্ছেদ করা যাবে না
64. ‘দাদন’ বলতে বোঝায়-
[A] অগ্রিম অর্থ
[B] আবওয়াব
[C] বেগার শ্রম
[D] কনোটাও নয়
উত্তর:- [A] অগ্রিম অর্থ
অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্নের মান -1
1. কবে, কোথায় প্রথম সুতির বস্ত্র তৈরির কারখানা চালু হয় ?
উত্তর:- ১৮৫৩ খ্রিস্টাব্দে, বোম্বাইয়ে প্রথম সুতির বস্ত্র তৈরির কারখানা চালু হয়।
2. ভারতে রেলপথ নির্মাণের প্রকল্প কবে শুরু হয় ?
উত্তর:- ১৮৫৩ খ্রিস্টাব্দে ভারতে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়।
3. কার আমলে ভারতে রেলপথ নির্মাণ শুরু হয় ?
উত্তর:- লর্ড ডালহৌসির আমলে ভারতে রেলপথ নির্মাণ শুরু হয়।
4. ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয় ?
উত্তর:- লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয়।
5. কবে ভারতীয় রেলবোর্ড গঠিত হয় ?
উত্তর:- ১৯০৫ খ্রিস্টাব্দে ভারতীয় রেলবোর্ড গঠিত হয়।
6. কবে ভারতীয় রেলকে জাতীয়করণ করা হয় ?
উত্তর:- ১৯৫১ খ্রিস্টাব্দে ভারতীয় রেলকে জাতীয়করণ করা হয়।
7. অ্যাকওয়ার্থ কমিটি কোন্ শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল ?
উত্তর:- অ্যাকোয়ার্থ কমিটি রেলশিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল।
8. ভারতে কবে ‘টেলিগ্রাফ ব্যবস্থা‘ চালু হয় ?
উত্তর:- ভারতে ১৮৫১ খ্রিস্টাব্দে ‘টেলিগ্রাফ ব্যবস্থা’ চালু হয়।
9. দ্বিতীয় ইঙ্গ-বার্মা যুদ্ধ কবে হয় ?
উত্তর:- ১৮৫২ খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ-বার্মা যুদ্ধ হয়।
অতি সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 1 | অষ্টম শ্রেণি ইতিহাস – ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ [চতুর্থ অধ্যায়] প্রশ্ন উত্তর | Class 8th History
10. শিকাগো ধর্ম সম্মেলন কত খ্রি. হয়েছিল? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- শিকাগো ধর্ম সম্মেলন ১৮৯৩ খ্রিস্টাব্দে হয়েছিল।
11. তিতমির যুক্ত ছিলেন ফরাজি আন্দোলনের সাথে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
12. ১৮২৯ খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
13. ‘উলগুলান’- এর নেতৃত্ব কে দেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- বিরসা মুন্ডা উলগুলানের নেতৃত্ব দেন।
14. কলকাতায় কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- কলকাতায় ১৮১৭ খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়।
15. স্যার সৈয়দ আহমদ খান ছিলেন আলিগড় আন্দোলনের প্রবক্তা। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
16. মহাবিদ্রোহে অংশগ্রহণকারী একজন বীর শহিদ মহিলার নাম লেখো। [এক কথায় উত্তর দাও]
উত্তর:- মহাবিদ্রোহে অংশগ্রহণকারী একজন বীর শহিদ মহিলার নাম হল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ।
17. আর্যসমাজের প্রতিষ্ঠাতা ছিলেন _______ [কেশবচন্দ্র সেন/দয়ানন্দ সরস্বতী/মহাদেব গোবিন্দ রানাডে]। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- দয়ানন্দ সরস্বতী ।
18. শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী।
19. ভারতীয় জনমত গঠনে সংবাদপত্রের কোনো ভূমিকা ছিল না। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
20. তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- তিতুমির স্থানীয় জমিদার, নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন।
21. _______ খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- ১৮৯৩ খ্রিস্টাব্দে।
22. ১৮৬৬ খ্রিস্টাব্দে বিষ্ণুশাস্ত্রী পণ্ডিত বিধবাবিবাহের বিরুদ্ধে একটি সভা গঠন করেন। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
23. আলিগড় আন্দোলনের জনক কে ছিলেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- আলিগড় আন্দোলনের জনক ছিলেন স্যার সৈয়দ আহমেদ।
24. বেগম রোকেয়া বাংলায় নারীশিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
25. স্যার সৈয়দ আহমদ খান ছিলেন আলিগড় আন্দোলনের প্রবক্তা। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
26. শিকাগো ধর্ম সম্মেলন কত খ্রি. হয়েছিল? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- শিকাগো ধর্ম সম্মেলন ১৮৯৩ খ্রিস্টাব্দে হয়েছিল।
27. আর্যসমাজের প্রতিষ্ঠাতা ছিলেন _______ [কেশবচন্দ্র সেন/দয়ানন্দ সরস্বতী/মহাদেব গোবিন্দ রানাডে]। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- দয়ানন্দ সরস্বতী ।
28. নব্যবঙ্গ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন _______ [ডিরোজিও/অশ্বিনীকুমার দত্ত/দাদাভাই নৌরজি]। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- ডিরোজিও।
29. সমাজের সর্বস্তরেই বিধবাবিবাহ জনপ্রিয় হয়েছিল। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
30. বিজয়কৃষ্ণ গোস্বামী কে ছিলেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- উনিশ শতকের বাংলার এক ধর্মসংস্কারক তথা সাধক ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী।
31. স্যার সৈয়দ আহমদ খান ছিলেন আলিগড় আন্দোলনের প্রবক্তা। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
32. মাদ্রাজে বিধবা বিবাহ আন্দোলন কে শুরু করেছিলেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- মাদ্রাজে বিধবা বিবাহ আন্দোলন শুরু করেছিলেন বীরেশলিঙ্গম পান্তুলু।
33. কন্যাশিশু সাগরে ভাসিয়ে দেওয়ার প্রথা কোন ইংরেজ গভর্নর জেনারেল নিষিদ্ধ করেছিলেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- কন্যাশিশু সাগরে ভাসিয়ে দেওয়ার প্রথা ইংরেজ গভর্নর জেনারেল ওয়েলেসলি [১৮০৩ খ্রি.] নিষিদ্ধ করেছিলেন।
34. ডিরোজিও ছিলেন কলকাতার _______ কলেজের শিক্ষক। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- হিন্দু।
35. ১৮৬৬ খ্রিস্টাব্দে বিষ্ণুশাস্ত্রী পণ্ডিত বিধবাবিবাহের বিরুদ্ধে একটি সভা গঠন করেন। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
36. আলিগড় আন্দোলনের জনক কে ছিলেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- আলিগড় আন্দোলনের জনক ছিলেন স্যার সৈয়দ আহমেদ।
37. সতীদাহপ্রথা নিষিদ্ধ করেন _______ [কার্জন/উইলিয়াম বেন্টিঙ্ক/লিটন]। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- উইলিয়াম বেন্টিঙ্ক।
38. আলিগড় মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিওডোর বেক। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
39. ‘আনন্দমঠ’-এর রচয়িতা _______ [রবীন্দ্রনাথ ঠাকুর/বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়/স্বামী বিবেকানন্দ]। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
40. রামমোহন রায়কে ‘আধুনিক ভারতের জনক’ বলা হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
41. সিপাহি বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
42. বেগম রোকেয়া বাংলায় নারীশিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য ( ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র অনুশীলনী, )
43. তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- তিতুমির স্থানীয় জমিদার, নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন।
44. পণ্ডিতা রমাবাঈ কে ছিলেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- ব্রাত্মণ পরিবারের মেয়ে পণ্ডিতা রমাবাঈ ছিলেন পশ্চিম ভারতে বিধবা মহিলাদের নিয়ে আন্দোলন গড়ে তোলা এক নেত্রী।
45. উনবিংশ শতকে ভারতে শিক্ষিত সমাজ ব্রিটিশ ঔপনিবেশিক আদর্শের প্রতি আস্থাবান ছিলেন কেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- ঊনবিংশ শতকে ভারতের শিক্ষিত সমাজ ব্রিটিশ ঔপনিবেশিক আদর্শের প্রতি আস্থাবান ছিলেন কারণ তারা মনে করতেন ব্রিটিশ শাসনের সহগামী হিসেবেই দেশীয় সমাজ ও সংস্কৃতির উন্নয়ন সম্ভব।
46. নীলবিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- ১৮৫৯-৬০ খ্রিস্টাব্দে বাংলায় নীলবিদ্রোহ সংঘটিত হয়।
47. মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর সিপাহি বিদ্রোহে অগ্রণী ভূমিকা পালন করেন। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
48. সমাজের সর্বস্তরেই বিধবাবিবাহ জনপ্রিয় হয়েছিল। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
49. আর্যসমাজের প্রতিষ্ঠাতা ছিলেন _______ [কেশবচন্দ্র সেন/দয়ানন্দ সরস্বতী/মহাদেব গোবিন্দ রানাডে]। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- দয়ানন্দ সরস্বতী । ( ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র বড়ো প্রশ্ন উত্তর )
50. বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে ঘটে ?
উত্তর:- ১৭৬৯ – ১৭৭০ খ্রিস্টাব্দে বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর ঘটে।
51. কোন উপন্যাসে ছিয়াত্তরের মন্বন্তরের কাহিনির উল্লেখ আছে ?
উত্তর:- আনন্দমঠ উপন্যাসে ছিয়াত্তরের মন্বন্তরের কাহিনির উল্লেখ আছে।
52. কে, কত খ্রিস্টাব্দে সুবা বাংলা থেকে দ্বৈত শাসনের অবসান ঘটান ?
উত্তর:- ১৭৭২ খ্রিস্টাব্দে বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস সুবা-বাংলা থেকে দ্বৈত শাসনের অবসান ঘটান।
53. ইজারাদারি ব্যবস্থা কবে চালু হয় ?
উত্তর:- ১৭৭২ খ্রিস্টাব্দে ইজারাদারি ব্যবস্থা চালু হয়।
54. কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় ?
উত্তর:- ১৭৯৩ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়।
55. কে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন ?
উত্তর:- লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। (অষ্টম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর, )
56. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত করে ?
উত্তর:- ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত করে।
57. চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম কী ?
উত্তর:- চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম জমিদারি ব্যবস্থা।
58. চিরস্থায়ী বন্দোবস্ত ভারতের কোথায় চালু হয় ?
উত্তর:- সুবা বাংলায় [বাংলা-বিহার-ওড়িশা] চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়।
59. ‘আওয়ার‘ কী ?
উত্তর:- ‘আবওয়াব’ হল ঔপনিবেশিক শাসনাধীন ভারতবর্ষে প্রচলিত এক ধরনের বেআইনি কর। ( ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র pdf, )
60. ‘সূর্যাস্ত আইন‘ কোন্ বন্দোবস্তের সঙ্গে সম্পর্কিত ?
উত্তর:- ‘সূর্যাস্ত আইন’ চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে সম্পর্কিত।
61. বঙ্গদেশের কৃষক প্রবন্ধটি কার লেখা ?
উত্তর:- বঙ্গাদেশের কৃষক প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা।
62. ‘রায়ত’ কাদের বলা হত ?
উত্তর:- কৃষকদের ‘রায়ত’ বলা হত। (ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র mcq,)
63. ‘মহল‘ কথাটির অর্থ কী ?
উত্তর:- ‘মহল’ কথাটির অর্থ কয়েকটি গ্রামের সমষ্টি।
64. মহলওয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয়েছিল ?
উত্তর:- উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে মহলওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল।
65. পল্লীগ্রামস্থ প্রজাদের দুরবস্থা প্রবন্ধটি কার রচনা ?
উত্তর:- পল্লীগ্রামস্থ প্রজাদের দুরবস্থা প্রবন্ধটি অক্ষয়কুমার দত্তের রচনা।
66. দাদন কোন্ চাষের সঙ্গে যুক্ত ?
উত্তর:- দাদন নীলচাষের সঙ্গে যুক্ত।
67. নীল বিদ্রোহ কখন হয় ?
উত্তর:- ১৮৫৯-১৮৬০ খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ হয়।
68. নীল বিদ্রোহের একজন নেতার নাম করো ।
উত্তর:- নীল বিদ্রোহের একজন নেতা হলেন বিষ্ণুচরণ বিশ্বাস ।
69. ‘বাংলার ওয়াট টাইলার‘ কাদের বলা হয় ?
উত্তর:- বিশ্বচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে ‘বাংলার ওয়াট ‘টাইলার’ বলা হয়। ( ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র mcq, )
70. নীল বিদ্রোহের সময় ভারতের বড়োলাট কে ছিলেন ?
উত্তর:- নীল বিদ্রোহের সময় ভারতের বড়োলাট ছিলেন লর্ড ক্যানিং ।
71. ব্রিটিশ ভারতে একটি বাগিচা ফসলের নাম করো ৷
উত্তর:- ব্রিটিশ ভারতে একটি বাগিচা ফসল হল-চা।
72. সাহুকার কারা ?
উত্তর:- দাক্ষিণাত্যের মহাজনদের সাহুকার বলা হয় ।
73. দাক্ষিণাত্য হাঙ্গামা কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
উত্তর:- ১৮৭৫ খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল।
74. দাক্ষিণাত্য হাঙ্গামার সঙ্গে কীসের যোগাযোগ ছিল ?
উত্তর:- দাক্ষিণাত্য হাঙ্গামার সঙ্গে তুলো চাষের যোগাযোগ ছিল।
75. প্রজাস্বত্ব আইন কবে পাস হয় ?
উত্তর:- ১৮৮৫ খ্রিস্টাব্দে প্রজাস্বত্ব আইন পাস হয়।
76. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান হয় কবে ?
উত্তর:- ১৮১৩ খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান হয়।
77. কাকে ভারতের বৃদ্ধ মানুষ বলা হয় ?
উত্তর:- দাদাভাই নওরোজিকে ভারতের বৃদ্ধ মানুষ বলা হয়। ( ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র ছোট প্রশ্ন উত্তর, )
78. Poverty and unbritish rule in India গ্রন্থের লেখক কে ?
উত্তর:- Poverty and unbritish rule in India গ্রন্থের লেখক দাদাভাই নওরোজি।
79. ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দামি রত্ন বলা হত কাকে ?
উত্তর:- ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দামি রত্ন বলা হত ভারতকে।
80. প্রথম পাটের কারখানা কবে চালু হয় ?
উত্তর:- ১৮৫৫ খ্রিস্টাব্দে প্রথম পাটের কারখানা চালু হয়।
81. প্রথম পাটের কারখানা কোথায় চালু হয় ?
উত্তর:- প্রথম পাটের কারখানা চালু হয় পশ্চিমবঙ্গের হুগলির রিষড়ায়। (ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ,)
অষ্টম শ্রেণি ইতিহাস (Class 8 History ) – ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র [চতুর্থ অধ্যায়]
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম শ্রেণী | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
অষ্টম শ্রেণীর ইতিহাস – ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র [চতুর্থ অধ্যায়]